ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এমও ডাঃ আব্দুর রহমান সোহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, ফকিরগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন, ১০ নং জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন