শ্রমজীবীদের রেশনিং ও ন্যায়্য মূল্যের দোকান চালুর দাবীতে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং গ্রাম-শহরের শ্রমজীবীদের জন্য রেশনিং ও ন্যায়্য মূল্যের দোকান চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা কমিউনিস্ট পার্টি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শহরের পূর্ব চৌরাস্তায় উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রভাত সমির শাহজান আলমের সভাপত্বিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মর্তুজা আলম, উপজেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা আবু সালেহ সিহাব প্রমুখ।
এর আগে একই দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন