ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডি এন কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/pirganj-news-photo-1-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডি এন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ডিএন ডিগ্রী কলেজ চত্তর নবীন ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও ডিএন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মোমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক, স্বাগত বক্তব্য রাখেন ডি এন কলেজের উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম।
বিশেষ অতিথি পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল ও ডি এন কলেজ এর গভর্নিং বডির সদস্য বিভূতি কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অত্র কলেজের গভর্নিং বডির সদস্য সুকুমার রায় প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন