ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তুলার গোডাউনে আগুন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG20230420110830-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি তুলার গোডাউন ও তিনটি পরিবারের ঘড় আগুনে পুড়ে গেছে।
বুধবার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, রাত ২ টার দিকে শহরের পাভেল সিনেমা হল এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। সেই আগুন পাশ্ববর্তী তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন তারা।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ চার পরিবারের প্রত্যেকে এক বান্ডিল ঢেউ টিন, তিন হাজার টাকা ও শুকনা খাবার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ত্রান সামগ্রী বিতরণ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন