ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/Pirganj-pho-19-04-2023.-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শতাধিক অসহায়, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, কোষাধ্যক্ষ বুলবুল আহম্মেদ, সিনিয়র সাংবাদিক আজম রেহমান, সাংবাদিক মনসুর আলী, বাদল হোসেন, ফাইদুল ইসলাম, আবু তারেক বাঁধন উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী হিসেবে চাল, তৈল, সেমাই, চিনি, গুড়ো দুধ সহ খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও সন্তোষ প্রকাশ করেন অসহায় মানুষেরা।
রাইসমিল এলাকার মুয়ুরী বিবি জানান, অনেক অভাবে ছিলাম আল্লাহ আমাদের এই ত্রাণ প্রেরেণ করেছেন। এই ঈদ সামগ্রী পেয়ে শান্তিতে ঈদ করতে পারবো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন