ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শণী
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
“পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শনের আয়োজন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার সকালে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চত্বরে এই প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা আ.লীগ সভাপতি ইমদাদুল হক, জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষন অফিসার ডা. নুরুল ইসলাম, পঞ্চগড় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. অমল কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ডা. তানিয়া তাবাসসুম, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব আহসান হাবীব, এলডিডিপি প্রকল্পের সম্প্রসারন অফিসার ডা. পলি সারমিন, খামারীদের পক্ষে রওনক মাহামুদ প্রমুথ।
এ প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৫ স্টলে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা তাদের পালিত উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, খরগোস, বিড়াল সহ বিভিন্ন প্রজাতীর পশু-পাখি প্রদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন