ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও গুনী শিক্ষকদের সন্মাননা প্রদান
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভোমরাদহ ইউনিয়নের প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থী ও গুনী শিক্ষকদের সন্মাননা প্রদান করা হয়েছে। গত সোমবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তায় অগ্রদূত পল্লী পাঠাগার এ সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে সাদেক বাদল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাসুদুল হক মাসুদ, ভোমরাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেন,অগ্রদূত পল্লী পাঠাগারের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামু,নবাব হোসেন,এনামুল ইসলাম, ভোমরাদহ দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে ই খোদা পাভেল।
সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাফর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তাজেল রানা,সহ সভাপতি রাইসুল ইসলাম, অগ্রদূত পল্লী পাঠাগারের সভাপতি রিপন আলী সবুজ ,সহ সভাপতি ও পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন কবির সবুজ, সাংবাদিক মুনছুর আহম্মেদ,বাদল হোসেন, ফাইদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সন্মাননা ক্রেচ প্রদান শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান হাফেজ কারী মোঃ মোজ্জাম্মেল হক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন