ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
দেশের সোনার বাংলা বিনীর্মানে যারা আত্মত্যাগ নিঃস্বার্থ ভাবে দেশ স্বাধীন করে এনেছিলো তাদের মধ্যে এক জন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে অপারেশননাল কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধুরী (খোকা) চৌধুরী আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ।
২০২০ সালে ৩ আগস্ট এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নতুন প্রজন্মের কাছে রয়ে গেছে তার আত্মগাথা দেশ প্রেমের গল্প। তার অতীত জীবনের মহা কর্মযজ্ঞ। তিনি দেশের জন্য ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করতে সোনার বাংলার কারিগর বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় সীমান্ত মালন,তারাগাপুর,কালিয়াগঞ্জ এবং কুসুমন্দি অঞ্চলে ক্যাম্প করেন এবং সেই ক্যাম্পের নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধ সুসংগঠিত করতে ভারতীয় সেনাদের থেকে যুদ্ধ প্রশিক্ষণ গ্রহণ করে তা ক্যাম্পের সংগঠিত মুক্তিযোদ্ধাদের শেখানোর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মিলিটারীদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেন। নিজের জীবন বাজি রেখে পরিবারের মায়া ত্যাগ করে, দেশের জন্য যুদ্ধে ঝাপিয়ে দেশকে স্বাধীন করে শত্রু মুক্ত করেছিলেন এই বীর সেনা।
তিনি ছিলেন যুদ্ধকালীন অপারেশনাল কমান্ডার। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে দেশের জন্য,সমাজের জন্য,রাষ্ট্রের জন্য ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন। তিনি ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক ফেডারেশনের নেতা হিসেবে শ্রমিক জনতার প্রিয় মুখ ছিলেন। শ্রমিকদের অধিকার আদায়,নায্য পাওনা এবং সম্মানের সঙ্গে যেভাবে কাজ করে গেছেন। স্থানীয় ভাবেও তিনি বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নেপথ্যে অগ্রণী ভূমিকা পালন করেন। বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরী ৩ মে ১৯৪৫ সালে জন্ম গ্রহণ করেন , তার পিতা: মরহুম খলিলুর রহমান চৌধুরী,মাতা: মরহুমা খতিজা খাতুন , তার মৃত্যু সন ৩ আগস্ট ২০২০ ইং।
মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বাংলাদেশের গর্ব, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের অহংকার এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনায় তার পারিবার দোয়া মাহফিলের আয়োজন করেছে এ দিনে।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক রাসেল কবির বলেন বীরত্বে গাথা এই বীর সেনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জানাতে হবে আমাদের এই স্বপ্নীল ভূবনে যাদের অবদানের জন্য আমরা এ স্বাধীন দেশের স্বাদ গ্রহণ করছি তাদের কৃতিত্বের কথা। মহান সৃষ্টি কর্তা এই বীর সেনাকে বেহেশতবাসী করুক এই প্রত্যাশা করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন