ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/IMG_20220927_214728-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হল রুমে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, ওসি এসএম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
স্বাগত বক্তব্য দেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির। আরো বক্তব্য দেন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পুজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব, ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মণ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন দুর্গাপুজা সুষ্ঠু-শান্তিপুর্ণভাবে পালিত হবার লক্ষ্যে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
ওসি তার বক্তব্যে উপজেলার ৫৫ টি পুজামন্ডপে সি,সি ক্যামেরা বসিয়ে প্রশাসনকে সহযোগিতার জন্য পুজা কমিটির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন