ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, আহত ৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১০ এপ্রিল) বিকেল তিনটার মধ্যে আকস্মিক প্রচন্ড ঝড়োবাতাস ও শিলাবৃষ্টিতে ফল- ফসল ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এইসাথে ৫ ব্যক্তি আহত হয়েছেন।

এদিন উপজেলার নেকমরদ বাজার, গন্ডগ্রাম, যদুয়ার, ভবানীপুর, চন্দনচহট, দুর্লভপুর, পারকুন্ডা, ফরিদপাড়া সহ নেকমরদ ও রাতোর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘর বাড়ি, ধান ও ভুট্টা ক্ষেত, আম বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এইসাথে শিলাবৃষ্টিতে অনেক মানুষ আহত হয়েছেন। ক্ষতি হয়েছে শতাধিক যানবাহনের।

জানা গেছে, শিলাবৃষ্টির আঘাতে নেকমরদ মাস্টারপাড়া গ্রামের শুটকি বিক্রেতা দবিরুল ইসলামের (৪৮)মাথা ফেটে যায়। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
একই পাড়ার রাজ কুমারের স্ত্রী ঝরণা বনিক(৫০), পৌরশহরের মিষ্টি বিক্রেতা দুলু বসাক (৫৬) ও সন্ধারই গ্রামের গরু বিক্রেতা হবির (৪৮) এ শিলাবৃষ্টিতে মাথা ফেটে যায়। একই সময় নেকমরদে রাস্তা পারা হওয়ার সময় ময়না আক্তার (৪৫) নামে এক মহিলার মাথা ফেটে গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়।

উপজেলার লেহেম্বা ইউনিয়নের ভুটাচাষী তৌহিদুল ইসলাম জানান,” আমি ৭ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম, শিলাবৃষ্টিতে আমার প্রায় সব ভুট্টাগাছ নষ্ট হয়ে গেছে, এতে আমার প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, এবার শিলাবৃষ্টিতে উপজেলার বেশ কিছু জায়গায় অনেক ক্ষতি হয়েছে। আমরা এর প্রাথমিক তথ্য পেয়েছি। তবে, পরবর্তীতে মাঠজরিপে প্রকৃত ক্ষতির পরিমান জানা যাবে।