ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভারতীয় গরুসহ ৪জন আটক
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০টি চোরাচালানকৃত ভারতীয় গরু উদ্ধার করেছে।
শনিবার (১২ মার্চ) রাতে টহলরত পুলিশি অভিযানে ১০টি গরু উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়।
জানা গেছে, রানীশংকৈল থানা পুলিশের টহলরত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার মীরডাঙ্গী মধ্যপাড়ায় অভিযান চালিয়ে কাশেম আলীর পুত্র আব্দুল আজিজের বাড়ি থেকে ৮টি, ভবানন্দপুর গ্রামের সাদেকুল ইসলাম শুকুরুর বাড়ী থেকে ১টি, এবং মীরডাঙ্গী মহেষপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র আবুল খায়েরের বাড়ি থেকে ১টিসহ মোট ১০টি ভারতীয় গরু উদ্ধার করে এবং সেই সাথে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়। সেইসাথে ১০ গরু পরিহনের কাজে ব্যবহৃত একটি নসিমন গাড়ি জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার চন্দন চহট ধক্করা গট্টি গ্রামের গিয়াস উদ্দীনের পুত্র সাইদুর ইসলাম (৫০), মীরডাঙ্গী মহেষপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র আবুল খায়ের (৩৪), মহেষপুর মধ্য পাড়ার কাশেম আলীর পুত্র আব্দুল আজিজ (৬৫) এবং বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর গ্রামের জামালউদ্দিনেনর পুত্র জাহাঙ্গীর আলম (৪৫)।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ ইকবাল জানান, আটককৃত ৪ জনের নামে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন