ঠাকুরগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ব্যাপক উৎসাহ, উদ্দীপনায়, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মুবারক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ অক্টোবর) বিকালে সদর উপজেলার ভূল্লী বাজারে ইত্যাদি হোটেলের সামনে মানবতার মুক্তির দূত, মানব জাতির মহোত্তম পথপ্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে বড়বালিয়া মন্ডলপাড়া বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে মুবারক র‍্যালী ও সম্মিলিত কণ্ঠে মীলাদ শরীফ পাঠ অনুষ্ঠিত হয়।

এ সময় র‍্যালীটি ভূল্লী বাজারের বটতলায় শুরু হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে স্লোগান দেওয়া হয় মহানবীর আগমন আজকে মোদের খুশির দিন। পরে র‍্যালিটি ইত্যাদি হোটেল প্রাঙ্গণে এসে জমায়েত হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) আগমন সম্পর্কে আলোচনা ও গুরুত্ব তুলে ধরেন। র‍্যালী ও আলোচনা সভা শেষে বিশ্বের নির্যাতিত মুসলিমসহ সমগ্র দেশ জাতির শান্তি কামনা ও সকল ধরনের ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।