ঠাকুরগাঁওয়ে উদীচী উৎসবে বোমা হামলার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলের বড়দিয়ায় উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ এর আয়োজনে প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, অর্থ সম্পাদক ননী গোপাল বর্মন, শাহী বাউল শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ঠাকুরগাঁও জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি চেধৈুরী আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জাহিদ হাসান প্রমূখ। গণসংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মণ।
বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এসব হামলা চালানো হয়েছে। যে সব অন্ধকারের অপশক্তি চায়না বাংলার মাটিতে প্রগতিশীল মুক্ত চিন্তার চর্চা হোক, যারা চায়না এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করুক তারা এসব হামলার সাথে জড়িত বলে মনে করে। এ হামলার সাথে জড়িত এবং এর পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় নড়াইল জেলার উদীচী বড়দিয়া শাখা সংসদের উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী ‘উদীচী উৎসব’ চলাকালে অনুষ্ঠান পন্ড করার লক্ষ্যে তিন দফায় পেট্রোল বোমা হামলা চালানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন