ঠাকুরগাঁওয়ে ঔষধি উদ্ভিদের চাষ ও সংগ্রহপদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঔষধি উদ্ভিদের উন্নত চাষাবাদ ও সংগ্রহপদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৭ মার্চ) সকাল ১১ টায় জেলা শহরের জে.আর কমিউনিটি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতির সভাপতি ড.সাঈদ আহমেদ সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জি.পি সাহা,বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক ডাঃ ফারুক হোসেন ও নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড এর ডেপুটি সেলস ম্যানেজার মোঃ আজিজুর রহমান৷

এ ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে আগত ডাক্তার, হাকীম ও কবিরাজেরা উপস্থিত ছিলেন৷

এ সময় বক্তারা সঠিক সময়ে ও উপযুক্ত জায়গায় ঔষধি উদ্ভিদ চাষাবাদ করার পরামর্শ দেন। সেই সাথে চাষাবাদ করার পর বিভিন্ন উপায়ে তার সংগ্রহ করার নিয়ম উপস্থাপন করেন৷ বর্তমান সময়ে অর্গানিক পদ্ধতি ঔষধি গাছ চাষাবাদ করার প্রক্রিয়া সম্পর্কে ধারনা দেওয়া হয়৷