ঠাকুরগাঁওয়ে দ্বি-বার্ষিক নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ৬দিন ব্যাপী দ্বি-বার্ষিক নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভূল্লীর বড়গাঁও ইউনিয়নে লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কে.কে. বাড়ী লক্ষীরহাট উচ্চ বিদ্যালয়ের ১৮তম এসএসসি ব্যাচ এর আয়োজনে দ্বি-বার্ষিক সুপার ফোর নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
দ্বি-বার্ষিক নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (নজরুল), ১৫ নং দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ১৮ নং শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন (বাবুল), মিনিষ্টার শো-রুম এর পরিচালক সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ (মামুন)।
নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন, লক্ষীরহাট রাব্বি একাদশ বনাম বন্ধু একাদশ বোদা।
নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ক্রীড়াপ্রেমি দর্শকরা। এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয় খেলার মাঠ।
নাইট ক্রিকেট টুর্নামেন্টের সভাপতিত্ব করেন, ৪ নং বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ (মনি)।
নাইট ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন মিনিষ্টার এক্সক্লুসিভ শো-রুম (স্বপ্ন ইলেকট্রনিক্স), হানিফ কাউন্টার সংলগ্ন, ভূল্লী, ঠাকুরগাঁও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন