ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বাম জোটের ডাকা হরতাল পালনের আহ্বানে সমাবেশ
বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়ে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পীরগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে জাবরহাট ইউনিয়ন কমিউনিস্ট পার্টির অফিসের সামনে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সিপিবি উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কাফি রতন, সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আহসানুল বাবু প্রমুখ। এসময় বক্তারা সরকারের লাগামহীন দূর্নীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষকে গণ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান ।
উল্লেখ আগামী ২৮ মার্চ দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (১১ মার্চ) পল্টন কমিউনিস্ট পার্টির অফিসে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক সাইফুল হক। তিনি জানান, তেল, চাল, ডাল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ সারা দেশে আধা দিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। ঐদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন