ঠাকুরগাঁওয়ে পৃথকভাবে বিষপানে ২ জনের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পারবারকি কোলহের কারণে পৃথকভাবে বাবুল হোসেন (৩২) ও শোভা রাণী (৩০) নামে ২ জন বিষপানে আত্মহত্যা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের সামশুদ্দীনের ছেলে পারিবারিক কোলহের কারণে গত মঙ্গলবার সকাল ৮টায় বাড়ীর সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হলে বাড়ীর লোকজন টের পেয়ে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃৎ বলে ঘোষনা করে।

অপরদিকে ধনতলা ইউনিয়নের ঠুমনয়িা গ্রামের পরশে চন্দ্ররে স্ত্রী শোভা রাণী (৩০) পারিবারিক কোলহের জের ধরে গতকাল বুধবার ভোর সাড়ে ৪টায় বাড়ীর সবার অজান্তে বিষ পানে অসুস্থ্য হলে বাড়ীর লোকজন টের পেয়ে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সংবাদ পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ ২টির প্রাথমিক সুরত হাল প্রতিবেদন তৈরী করে। লাশ ২টির ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন জানান, প্রার্থমিক তদন্তে জানা যায়, পারিবারিক কোলহের কারনে বাড়ীর সবার অজান্তে দুজন বিষপানে অসুস্থ্য হলে তাদের বাড়ীর লোকজন টের পেয়ে তাদেরকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করে। এব্যাপারে মৃতে বাবুল হোসনের বাবা শামশুল হক বাদী হয়ে এবং শোভা রাণীর স্বামী পরশে চন্দ্র বাদী হয়ে গতকাল বালিয়াডাঙ্গী থানায় পৃথকভাবে ২টি ইউডি মামলা দায়ের করে।