ঠাকুরগাঁওয়ে বিনোদন পার্ক থেকে বানর ও ঘুঘু উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিনোদন পার্ক থেকে ২টি বানর ও ৬টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি ) বিকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের কল্পনা পিকনিক স্পট ও স্বপ্ন জগত পার্ক থেকে এসব বানর ও ঘুঘু উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্ক দুইটি থেকে ২টি বানর ও ৬ টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, ‘মানুষ প্রকৃতি ও জীববৈচিত্র্য পারস্পরিক সম্পর্কযুক্ত। মানুষের জীবন ধারণ ও খাদ্যের জন্য অপরিহার্য পানি প্রকৃতি থেকেই আসে সুতরাং নিজেকে বাঁচতে হলে প্রকৃতিকে বাঁচাতে হবে। তাই বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।