ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230101_143031.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নতুন বছরের প্রথম দিনে সারাদেশে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব।
সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। নতুন ক্লাসের নতুন পাঠ্যবই পেয়ে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা।
রোববার (১ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনে শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রওশনুল হক তুষার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, সহকারী শিক্ষক রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ভূল্লী থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, বছরের প্রথম দিন সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হয়। আজকে তোমরা যারা নতুন বই নিচ্ছো, তোমরাই আমাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়ন করবে। নতুন বছরের শুরুতে নতুন নিয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করে আদর্শ মানুষ হতে হবে।
বই বিতরণ উৎসবের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা বেশে নাচে-গানে মঞ্চ মাতিয়ে তোলে। পরে অতিথিদের বক্তব্যের পর ক্ষুদে শিক্ষার্থীদের হাতে দুটি করে নতুন বই তুলে দেয়া হয়।
উল্লেখ্য, নতুন বছরের পাঠ্যবই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে বিনামূল্যে বই বিতরণ এর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কয়েকজন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন