ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রাজার মরদেহে সর্বজনের শ্রদ্ধা

সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা।

সোমবার সকাল ৯টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে নিহত আখতার হোসেন রাজার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন জেলার সর্বস্তরের সাংবাদিক ও সাধারন মানুষ। এসময় জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন। সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পরে বিকাল ৩টায় পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।

এর আগে ১৩মার্চ রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক আখতার হোসেন রাজা। তিনি র্দীঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।