ঠাকুরগাঁওয়ে সিসি ক্যামেরা উপেক্ষা করে রানীশংকৈল পৌরসভা কার্যালয়ে দুর্ধর্ষ চুরি
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা কাযার্লয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান জানান, পৌরসভা কাযার্লয়টি সিসি ক্যামেরার আওতাভুক্ত। সিসি ক্যামরোয় দেখা যায়, মধ্যে রাতের দিকে পৌরসভা কার্যালয়ে একজন চোর প্রবেশ করে। প্রথমে সে পৌরসভার বারান্দার সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। বেশ কয়েকটি কার্যালয়ে ধারালো অস্ত্র দিয়ে তালা কেটে কক্ষে প্রবেশ করে। এবং বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে কাগজপত্রাদি তছনছ করে। এমনকি কাযার্লয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল তছনছ করে।
মেয়র মোস্তাফিজুর রহমান আরোও জানান, অফিসের প্রয়োজনীয় কিছু টাকা ছিল তাও নিয়ে যায় দূর্বৃত্তরা। তিনি জানান হয়তো গুরুত্বপূর্ণ অনেক কিছুই খোয়া গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মেয়র মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি থানায় অবগত করা হয়েছে, পুলিশ এসে সরেজমিনে তদন্তে করে গেছেন। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
এ দিকে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভা কর্তৃপক্ষ মামলা দিলে আসামী ধরতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন