ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ।
এ উপলক্ষে বুধবার (২ মার্চ) রাতে পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। আরো অতিথি হিসাবে বক্তব্য দেন সাবেক সাংসদ ও অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক ইয়াসিন আলী, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইসচেয়াম্যান শেফালি বেগম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
১৯৭১ সালের অগ্নীঝরা মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, অবদান নিয়ে উপস্থিত বক্তারা আলোচনা করেন।
এসময় মুক্তিযুদ্ধ চলাকালীন জীবন বাজি রেখে যুদ্ধ করা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
ইউএনও তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের জীবন কাহিনী নিয়ে শীঘ্রই একটি বই প্রকাশের কথা জানান।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতনের) আহবায়ক কুসমত আলী, আ’লীগ নেতা কামাল হোসেন (ভিপি), সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ‘কালের কন্ঠ ‘প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক হুমায়ুন কবির ডেইলি সান প্রতিনিধিহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও অন্যান্য মাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন