ঠাকুরগাঁও অধ্যাপক গোলাম মোস্তফার ৫২ তম শাহাদত বার্ষিকী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/PP-1-480x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সোমবার (১৭ এপ্রিল) শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার ৫২ তম শাহাদাত বার্ষিকী। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানি হানাদার বাহিনী অধ্যাপক গোলাম মোস্তফাকে তাঁর নিজ এলাকা থেকে ধরে পীরগঞ্জের অদুরে জামালপুর ফার্মের পাশে বেয়োনেট চার্জ এবং ব্রাশফায়ার মাধ্যমে হত্যা করে। তিনি পীরগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
মুক্তিযুদ্ধে মুক্তিসংগ্রাম কমিটি এবং ছাত্র, তরুন যুবকদের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণে ও সংগঠিত করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করেন। এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবারের পক্ষ থেকে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন