ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরন

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কৃষি প্রণোদনা হিসেবে সাড়ে তিন শ কৃষকের মাঝে বিনা মুল্যে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা
আরজুমান বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক বিনা মুল্যে এক কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি করে এমওপি এবং ডেপ সার পাবেন।