ঠাকুরগাঁর পীরগঞ্জে কৃষি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে চারদিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারনের আয়োজনে এ মেলার  সমাপনী ও পুরুস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম।

বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য নুর নবী চঞ্চল, কৃষক আজাহারুল ইসলাম চৌধুরী প্রমূখ।

উল্লেখ্য, গত জুন সকালে মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন নাসারী ও কৃষি উদ্যোগক্তাগণের ২০টি স্টল স্থান পায়।