ঠাকুরগাঁর পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম খানায় খাবার বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিমখানায় পুষ্টি বার্তা প্রদান ও পুষ্টিকর খাবার বিতরণ হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলার হাজীপুর ইউনিয়নের সাটিয়া হামিউস সুন্নাহ হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার এস এম রফিকুল ইসলাম,পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শাম্মী সাফিনাজ, বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আমিনুল ইসলাম সহ এতিমখার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।