ঠাকুরগাঁর পীরগঞ্জে ভাষা শহিদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু
“যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না” এ শ্লোগানকে সামনে রেখে ভাষা শহিদদের স্মরণে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১২ তম আসর শুরু হয়েছে।
পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের আয়োজনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (শান্তিবাগ মাঠ) টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হাফিজউদ্দিন আহম্মেদ।
পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের সভাপতি তানভির রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রমিজ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল।
সাজেদুর রহমান লিটন, সেকেন্দার আলী হিরা সহ টুর্নামেন্টে অংশ গ্রহনকারি বিভিন্ন দলের অধিনায়করা বক্তব্য দেন। এ সময় পৌর কাউন্সিলর কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু।
আ’লীগ নেতা সবুর আলম, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরনবী চঞ্চল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন জনি জানান, টুর্নামেন্টে পৌরসভার ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬টি দল অংশ নিচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন