ঠাকুরগাঁর পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের আলোচনা সভা

দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
বুধবার (২০ মার্চ) সকালে উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট আর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে হেকস্ ইপারের সহযোগিতায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মোঃ সিরাজুল সালেকিন, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।
বিজয় টেলিভিশন এর ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, কলকাতা টেলিভিশন এর প্রতিনিধি মুনছুর আহম্মেদ, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, আদিবাসী প্রতিনিধি শুভ হেমরন,ট্রুডু মারডি,ললিত,প্রমুখ।
সভা পরিচালনা করেন ইএসডিও’র ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার রওশন জামান চৌধুরী। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















