ঠাকুরগাঁর রাণীশংকৈলে সবোর্চ্চ করদাতাদের ক্রেষ্ট প্রদান
ঠাকুরগাঁর রাণীশংকৈলে ভূমিসপ্তাহের অনুষ্ঠানে সবোর্চ্চ করদাতাদের মধ্যে ৫ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। তারা হলেন উপজেলার নেকমরদ—রাতোর ইউনিয়ন ভূমি অফিস থেকে আলহাজ্ব আবুল হোসেন, হোসেনগাঁও—নন্দুয়ার ইউনিয়ন ভূমি অফিস থেকে আহম্মদ হোসেন বিপ্লব, বাচোর ইউনিয়ন ভূমি অফিস থেকে আলহাজ্ব আজিজুল ইসলাম, লেহেম্বা ইউনিয়ন ভূমি অফিস থেকে মোতাল্লেব আলী, ধর্মগর –কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে মোরতুজা হোসেন।
সারা দেশের ন্যায় ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ২২ মে সোমবার থেকে রোববার পর্যন্ত সারা দেশে ‘ভূমি সেবা সপ্তাহ—২০২৩’ উদযাপন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাশনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা
নিবার্হী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না, অতিথি আওয়ামী লীগ সভাপতি সইদুল হক,বিশেষ অতিথি পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেব নাথ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ও রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগেরে যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারি কমিমনার (ভূমি)ইন্দ্রজিত সাহা।
উল্লেখ্য— ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা সংশ্লিষ্ট ভূমি অফিসে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবাবুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমিসেবা বিষয়ে অবহিত করা হবে এবং পরামর্শ সেবা দেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন