ডক্টর ইয়াহ্ইয়া মান্নান || আবদুল হাই ইদ্রিছী

ডক্টর ইয়াহ্ইয়া মান্নান
-আবদুল হাই ইদ্রিছী


মনের ভেতর শ্রেষ্ঠ যারা ভালোবাসায় সেরা,
মানব প্রেমে হৃদয় যাদের রয়ে আছে ঘেরা।
যাদের স্নেহে ধন্য আমি তৃপ্ত থাকে মন,
এ সময়ে বুকের মানিক ভালোবাসার ধন।

দুখের ভেতর সুখের হাসির সাহস যোগান যাঁরা,
ঘুমন্ত এই বিবেকটাকে প্রেরণায় দেন নাড়া।
তাদের ভেতর অন্যতম আল্লাহ্ তায়ালার দান,
স্বপ্ন আশার সেরা মানুষ ডক্টর ইয়াহ্ইয়া মান্নান।

দেশের প্রতি ভালোবাসা হৃদয়ে তাঁর আঁকা
গবেষণায় হাতখানা যার অনেক অনেক পাকা।
তাঁর “ইবরাহীম খাঁর সাহিত্য সাধনা ও চিন্তাধারা”
গবেষণার এই ফসলটি হৃদে ধরায় ফল্গুধারা।

শামসুদ্ দীন আবুল কালাম ও আল মাহমুদকে নিয়ে
প্রবন্ধ আর গবেষণায় আছেন যে এগিয়ে।
“বনফুলের ছোটগল্প” সম্পাদনা করে,
মুন্সিয়ানা দেখিয়েছেন কৃতিত্বতে ভরে।

ধন্য মায়ের এই ছেলেটি দেশের রত্ন যিনি,
ভাষার মাসের দুই তারিখে জন্ম নিলেন তিনি।
ভাল থাকুন সুস্থ থাকুন স্বপ্ন সাজান রোজ,
দিব্য চোখে রাখুন সদা মাজলুমানের খোঁজ।