ডাকসু নির্বাচনে প্রার্থী-ভোটার হবেন যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীতার যোগ্যতা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়টির সিন্ডেকেট।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তারাসহ অনার্স, মাস্টার্স ও এমফিল শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে তাদের বয়সসীমা হবে সর্বোচ্চ ৩০ বছর।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়েল সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, প্রায় ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন