ডাকসু ভিপি নুর, জিএস রাব্বানী
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সহ সভাপতি পদে কোটা সংস্কার প্যানেলের প্রার্থী নুরুল হক ১১,০৬২ ভোট পেয়ে নির্বাচিত হন।
জিএস-এজিএসসহ ২৩ পদে ছত্রলীগ, ভিপি ও সমাজসেবা সম্পাদকে কোটা সংস্কার প্যানেলের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
সহ সাধারণ সম্পাদক পদেও ছাত্রলীগের সাদ্দাম হোসেন নির্বাচিত। এছাড়া সমাজসেবা সম্পাদক পদে কোটা সংস্কার প্যানেলের আক্তার হোসেন নির্বাচিত। বাকি সব পদেই ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
সোমবার দিন গত রাত সোয়া তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান সিনেট অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, সব কিছু নিখুঁত, বেগ পেতে হয়নি, এটা বলা যাবে না। তবে এ বড় কর্মযজ্ঞে যারা সম্পৃক্ত ছিলেন তাদের কৃতজ্ঞতা জানাই।
এ সময় প্রো উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমদ, প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এএসএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো অডিটোরিয়াম ভুয়া ভুয়া স্লোগানে ফেটে পড়ে। বিভিন্ন স্লোগানে তারা বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শোভন-রাব্বানী-সাদ্দাম তাদের নিবৃত করার চেষ্টা করে। শিক্ষকরা তখন নীরবে বসে থাকেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন