ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১১ টায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন বিচারক।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে শাহবাগ থানা থেকে আদালতে তোলা হয়ে মিজানকে।
এর আগে, সোমবার (১ জুলাই) তার আগাম জামিন আবেদন খারিজ করে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেন আদালত। দুদকের মামলায় গ্রেফতার মিজানকে রাতে শাহবাগ থানায় রাখা হয়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন- দুদকের করা মামলায় রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে আবেদন করেন পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান। সোমবার বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য ওঠে আবেদনটি। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেফতার করতে শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দেন।
এর আগে, গত ২৪ জুন দুর্নীতি দমন কমিশন পুলিশের বিতর্কিত এই ডিআইজিসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। মামলায় আসামিদের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তিন কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন