ডিউটি শেষ, যাত্রীদের রেখে বিমানবন্দর ছাড়লেন পাইলট!
৪৪ যাত্রী নিয়ে জয়পুর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ ভর্তুকিতে চলা অ্যালায়েন্স এয়ারের এক বিমানের। কিন্তু সেই বিমানের চালক বিমান যাত্রী রেখে চলে গেলেন।
এমন অদ্ভুত কাণ্ড ঘটালেন কেন এমন প্রশ্নের জবাবে সেই বিমান চালক জানান, তার ডিউটি আওয়ার্স শেষ। বিমান ওই অবস্থাতেই ফেলে রেখে বিমানবন্দর ছেড়ে চলে যান তিনি। কিছু যাত্রীকে হোটেলে নিয়ে যাওয়া হয়। কয়েকজন স্থলপথে রওনা দেন দিল্লি। পরদিন সকালে বাকিদের তুলে দেয়া হয় অন্য বিমানে।
জয়পুরের সঙ্গনের বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিসিএ’র নিয়মকানুন অনুযায়ী নিরাপত্তার কারণে কোনো পাইলটের পক্ষে নির্ধারিত ডিউটি আওয়ার্সের বেশি কাজ করা সম্ভব নয়। দিল্লি থেকে জয়পুর আসা সেই বিমানের পাইলটের বিমান নিয়ে বুধবার রাতে আবার দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু দিল্লি থেকে বিমান ছাড়তে দেরি হয়, তারা জয়পুর পৌঁছান রাত দেড়টা নাগাদ।
এরপরই পাইলট জানান, তার ডিউটি আওয়ার্স শেষ, বিমান নিয়ে তিনি আর দিল্লি ফিরবেন না।
এর ফলে কোনো আইন লঙ্ঘিত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন