ডিএমপির ৭ সহকারী কমিশনার বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) এর সহকারী পুলিশ কমিশনার (এসি) পদের সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-সদরদফতর ও প্রশাসন) মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বদলিকৃতদের মধ্যে উত্তরা জোনের এসি আতিকুল ইসলামকে গোয়েন্দা পূর্ব বিভাগে, ট্রান্সন্যাশনাল ক্রাইমের এসি তাপস কুমার দাসকে ডিএমপির উত্তরা জোনে, ডিএমপি হেড কোয়ার্টার্সের অর্থ ও বাজেট বিভাগের এসি মো. রওশানুল হক সৈকতকে ট্রাফিক-দারুসসালাম জোনে, ডিএমপির এসি (প্রশাসন-লালবাগ) মো. সিরাজুল ইসলামকে চকবাজার জোনে, সবুজবাগ ট্রাফিক জোনের এসি এ. এস. এম. মুক্তারুজ্জামানকে রামপুরা জোনের ট্রাফিক বিভাগে, ডিএমপির এসি ফাতেমা ইসলামকে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইমে এবং ধানমন্ডি জোনের পেট্রল এসি মো. আহসান খানকে সবুজবাগ ট্রাফিক জোনে বদলি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন