ডিজেল ও পেট্রোলচালিত যানবাহন নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

বায়ু দূষণ মোকাবেলায় ডিজেল ও পেট্রোলচালিত যানবাহন ২০৪০ সাল নাগাদ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। দেশটির পক্ষ থেকে খুব শীগগিরই এ সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হবে। খবর গার্ডিয়ানের।

ওই সময় বায়ু দূষণ কমাতে তিন বিলিয়ন পাউন্ডের একটি তহবিল ঘোষণা করা হবে। যেখানে ডিজেল চালিত গাড়ির দূষণ ঠেকানোর জন্য দুইশ ২৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ থাকবে।

পরবর্তী সময়ে বায়ু দূষণ ঠেকাতে গৃহীত কৌশল সম্পর্কেও পরিকল্পনায় বিস্তারিত ঘোষণা দেবে ব্রিটিশ সরকার। বিশুদ্ধ বায়ু সংক্রান্ত কৌশল ও বৈদ্যুতিক গাড়ির বিষয়ে সরকারের যে উৎসাহ রয়েছে, সেটাও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিতে দূষণকারী গাড়ির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে এবং বায়ু দূষণ ঠেকাতে কী পরিকল্পনা আছে, তা জানাতে সরকারকে ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল দেশটির আদালত।

আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যেই সরকার তাদের নতুন নীতির ঘোষণা দেবে বলে জানা যাচ্ছে। বায়ু দূষণ ঠেকানোর লক্ষ্যে এর আগে দেশটির সরকারের পরিকল্পনা বিচারকরা অপর্যাপ্ত বলে মন্তব্য করেছিলেন।

তারপর আদালতের নির্দেশে এ ধরনের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এখন দেখার বিষয়, তারা কী ধরনের পরিকল্পনা গ্রহণ করে।