ডিন’স অ্যাওয়ার্ড পেল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চার শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয় ডিন’স অ্যাওয়ার্ড২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাবসায় প্রশাসন অনুষদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চার শিক্ষার্থী পুরুষ্কার পেয়েছে।
শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আটটি অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।
প্রথম হয়েছে মুসফিকা খানম, প্রপ্ত সিজিপিএ ৩.৯৫, যৌথ ভাবে ৩.৮৭ পেয়ে দ্বিতীয় হয়েছেন তাসনীম আরা এবং আখি খাতুন এবং সর্বশেষ তৃতীয় আল আমিন সিজিপিএ ৩.৮০।
অনুষ্ঠানে ডিন’স কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও ইবির ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মেহেদী হাসান, সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও সহকারী অধ্যাপক বিলাসী সাহাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সাফল্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম বলেন,” হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের চার জন মেধাবী শিক্ষার্থী ইবি ডিন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ এর বড় অর্জন।বিভাগের সভাপতি হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্ত সকল শিক্ষার্থী কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি। যেন তারা দেশ ও জাতির উন্নতির লক্ষে কাজ করতে পারে।”

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন