ডিমলায় ইউএনও’র সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
হামিদা আক্তার,নীলফামারী : ১৪ জুলাই শুক্রবার সকাল ১০ টায় ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রশাসন। সভায় উপজেলায় সাম্প্রতি তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনায় ব্যাপক ত্রানের ব্যবস্থা রয়েছে মর্মে সাংবাদিকদের অবহিত করণ এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এ মতবিনিময় সভায় উপজেলার তিস্তা নদীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশাচাপানী ও ঝুনাগাছচাপানী ইউনিয়নে পানিবন্দি এসব পরিবারের জন্য ১৩০ মেট্রিকটন চাউল, ৪ লক্ষ ৭০ হাজার টাকা (প্রতি পরিবারে ৫০০ টাকা হারে) ২০৭৫০টি পরিবারের মাঝে ইতিমধ্যেই এসব ত্রান বিতরণ করা হয়েছে। জরুরী ত্রাণ হিসেবে শুকনা খাবার, প্রাথমিক চিকিৎসার জন্য জরুরী ঔষধপত্রের ব্যাবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও শুকনো খাবারের ১৫’শ প্যাকেট মজুত রয়েছে বলেও উপজেলা প্রশাসন জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, ডিমলা রিপোটার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার, সিনিয়র সহ- সভাপতি বাবু নিরঞ্জন দে, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রেজাসহ ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন