ডিমলায় সিবিও সদস্যবৃন্দের অংশগ্রহণে সমন্বিত কৃষি খামার বিষয়ক প্রশিক্ষণ
হামিদা আক্তার, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় বে-সরকারী সংস্থা পল্লী শ্রী রিকল-২০২১ প্রকল্পের আয়োজনে অক্সফাম-ইন বাংলাদেশের সহযোগীতায় ডিমলা আরডিআরএস ট্রেনিং সেন্টারে সিবিও সদস্যবৃন্দের অংশগ্রহনে ২০-২২ মার্চ’১৮ তিন দিন ব্যাপী সমন্বিত কৃষি খামার বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষনের উদ্বোধনী দিনে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, পল্লী শ্রী রিকল প্রকল্পের উপজেলা সমন্বয়ক পুরাণ চন্দ্র বর্মণ প্রমূখ। প্রশিক্ষনের ২য় দিনে প্রশিক্ষক ছিলেন কৃষি বিভাগের উপ-পরিচালক,নীলফামারীর আবুল কাশেম আজাদ। এ প্রশিক্ষনটি দুইটি ব্যাচে ২৫ জন করে ৫০ জন নারী ও পুরুষ সদস্যকে ১ম ও ২য় ব্যাচে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এ প্রশিক্ষনে সহায়ক হিসেবে রয়েছেন দবিরুল ইসলাম। এ প্রশিক্ষনের ফলে সিবিও সদস্যবৃন্দের কৃষি খামারে দক্ষতা বৃদ্ধিসহ চাষাবাদে অনেকটা ভুমিকা রাখবে বলেও অংশগ্রহনকারীরা জানিয়েছে। এ ব্যাপারে পল্লীশ্রীর উপজেলা সমন্বয়ক পুরাণ চন্দ্র বর্মণ জানান, সমন্বিত কৃষি খামারে প্রশিক্ষনটি অংশগ্রহনকারীদের মধ্যে চাষাবাদে সহায়ক ভূমিকা পালন করবে। সেই সাথে এই প্রশিক্ষনের ফলে অংশগ্রহনকারীরা কৃষি চাষে সক্ষমতা অর্জন করবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন