ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
হামিদা আক্তার, নীলফামারী : নীলফামারীর ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই অনুষ্ঠানে বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মাহফুজুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো: আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার। অনুষ্ঠানের প্রারাম্ভে বিদ্যালয়ের মাঠে সকল শিক্ষার্থী, অবিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতে দেশ ও জাতির মঙ্গল কামনায় শান্তির পায়রা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আফতাব উদ্দিন সরকার। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মঞ্চস্ত করা নাটিকা। পওে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি, বিশিষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। সভায় প্রবিরেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্ববোধক গান ও নৃত্যের পরিবেশনায় বিদ্যালয় মাঠে মুর্হুমুহ করতালীতে আনন্দ উচ্ছাসে ফেটে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটি দলীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের বাচাই করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের মাধ্যমে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরুস্কার। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হানিফ সরকার, মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক নজরুল ইসলাম, বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান সোহাগ, ডিমলা থানার এস আই মাসুদ মিয়া, ডিমলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী আক্তার, মাসুদা আক্তার, মীর-কাশেম, আশরাফুল কবীর প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন