ডেঙ্গুর ওষুধ আনতে গড়িমসি, কাঠগড়ায় সচিব

এডিস মশা নির্মূলে নতুন ওষুধ বিদেশ থেকে আনার বিষয়ে জানাতে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ হাইকোর্টে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার বিদেশ থেকে ওষুধ আনার প্রক্রিয়া নিয়ে দুই সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবীদের দুই ধরনের বক্তব্যের পর বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ ওই সচিবকে হাইকোর্টে দুপুর ২টার মধ্যে আসতে বলেছিলেন। সে অনুসারে তিনি হাইকোর্টে হাজির হয়েছেন।
এদিকে হাইকোর্টে ঢাকার দুই সিটি করপোরেশন জানায়, নতুন ওষুধ কিনতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। এরই মধ্যে ৪টি ওষুধ ঠিক করা হয়েছে। বিশেষ বিমানে আজই আসছে এই ওষুধের নমুনা। তবে, আরও আগে কেন ওষুধ কেনা হলো না সেই প্রশ্ন রাখেন হাইকোর্ট। বলেন, ওষুধ কেনার কমিটি অদক্ষ।
ডেঙ্গু পরীক্ষার কিট ও সরকারি মূল্যে পরীক্ষার রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন