ঢাকা-৫ আসন এলাকার সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে
ডেমরায় বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত
ঢাকা—৫ আসন এলাকায় সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে রাজধানীর ডেমরায় নেতাকর্মীদের নিয়ে বিএনপির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮অক্টোবর) বিকালে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ডের ডগাইর বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. নুর হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঢাকা ৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল হাই পল্লব, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম,সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান,ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেম মোল্লা ও ডেমরা-যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালনকারী ছাত্রযুুবকদের মনোনীত ব্যাক্তিত্ব ফেরদৌস হোসেন রনি সরকার।
সভায় নবী উল্লাহ নবী বলেন, ছাত্রজনতার গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পতন হয়েছে। তাদের জুলুম অত্যাচার সমাজে আর কোনদিন সংঘঠিত হওয়ার সুযোগ নেই। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত—দৃঢ় ঐক্য গড়ে তোলার আহবান জানান বিএনপির এ নেতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি নেতা কবির হোসেন খান, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন মেম্বার, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, মো. অহিদুল ইসলাম, মো. আওলাদ হোসেন, মো. ফারুক আহমেদ সাদু, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মো. দুলাল ভুইঁয়া, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন, সাধারন সম্পাদক জাকির হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানার যুবদল নেতা ড. রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মো. মনির মুন্সি, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক, ডেমরা থানা শ্রমিক দলের আহবায়ক মো.আবদুল কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব তৈফিকুর রহমান শাওন, ডেমরা থানা কৃষকদলের সভাপতি মো. শ্যামল সহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন