ঢাকায় বিএনপি নেতা ইশরাকের বাসায় পুলিশের অভিযান

রাজধানীর গোপীবাগে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

একই বিষয়ে দলটির আরেক মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, খবর পেয়েছি গতরাত পৌনে ২টার দিকে বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের গোপীবাগ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করতে ঢুকেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাত সোয়া ২টায় ইশরাকের একান্ত সহকারী সুজন আহমেদ জানান, রাত দেড়টা থেকে শুরু হয়ে সোয়া ২টা পর্যন্ত অভিযান চলে।

ওই বাসায় সাদেক হোসেন খোকার স্ত্রী ও তাদের দুই ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন, তার ছোট ভাইসহ অন্যরা বসবাস করেন।