ঢাকায় সরকারি আলিয়া মাদরাসায় ফাজিল অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ

সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল অনার্স (২৪-২৫) বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্টিত হয়।সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুনিরুজ্জামান ভূঁঞা।

আয়োজন করে সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকা। এসময় সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ ওবায়দুল হক, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আশরাফুল কবির, হেড মাওলানা প্রফেসর মোঃ মনজুরুর রহমান, সরকারি মাদরাসা-ই-আলিয়া শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মহসিন কবির ছাড়াও সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার সম্মানিত শিক্ষকগণ ও অনার্স (২৪-২৫)শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।