ঢাকায় হরতালে নিহত পুলিশ হত্যার সাথে জড়িত শিন্টা শামীম পুলিশের হাতে আটক

(২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে (৩২) হত্যার সাথে জড়িতদের ছবি ও ভিডিও দেখে সনাক্তের মাধ্যমে গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম রেজা ওরফে শিন্টা শামীমকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকালে পলাশবাড়ী পৌরশহরের খাদ্য গুদামের সামনে থেকে শামীম আটক করে থানা পুলিশ। আটক শামীম পৌরশহরের জামালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।

থানা অফিসার ইনর্চাজ আরজু মো. সাজ্জাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শামীম রেজা ওরফে শিন্ট শামীম পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সে ঢাকায় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেদ হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় তাকে ঢাকায় হস্তান্তর করা হবে।