ঢাকার পথে শেখ হাসিনা
গোপালগঞ্জ থেকে ঢাকায় ফিরছেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৯টায় টুঙ্গিপাড়ার বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
বের হওয়ার আগে শেখ হাসিনা স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
গতকাল বুধবার টুঙ্গিপাড়ায় এক বিশাল জনসভায় ভাষণ দেন তিনি। ওই ভাষণের মাধ্যমেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ হাসিনা।
এর আগে বুধবার সকালে সড়ক পথে ঢাকা থেকে গোপালগঞ্জ যান এবং সেখান থেকে পরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানান। এরপর বিকেলে জনসভায় ভাষণ দেন।
এদিকে, আজ ঢাকায় ফেরার পথে সাতটি পথসভায় অংশ নেবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গার মোড়, রাজবাড়ী রাস্তার মোড় (রাজবাড়ী জেলা); আরোয়া ইউনিয়ন, পাটুরিয়া; মানিকগঞ্জ পৌরসভা; রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ধামরাই) এবং সাভারের জালেশ্বর মৌজার ৫নং ওয়ার্ডে পথসভায় বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী।
গতকাল কোটালিপাড়ার জনসভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন