ঢাকায় পীরের মাজারে হামলার ছক কষেছিল জেএমবি
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র একটি গ্রুপ রাজধানী ঢাকার একটি পীরের মাজারে হামালার ছক কষেছিল বলে জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখারুল মাবুদ।
বুধবার দুপুরে আগারগাঁওয়ে র্যাব-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বেগুনবাড়ি পোস্ট অফিসের সামনের রাস্তা থেকে জেএমবির তিন সদস্যকে আটক করে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র্যাব-২)।
র্যাব-২ অধিনায়ক বলেন: পীর ও ফকিররা ইসলামের আদর্শের পরিপন্থী বলে মনে করতো গ্রেফতার জঙ্গিরা। তাই পীর-ফকিরদের হত্যার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র একটি গ্রুপ। ঢাকার একটি পীরের মাজারে হামলার ছকও কষেছিল তারা। এজন্য ছদ্মবেশে ওই পীরের মাজারটি রেকি করেছিল গ্রুপটি।
আটকরা হলো: মফিজুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহিদ (২৯), রকিবুল ইসলাম ওরফে রকিব মোল্লা (২৩), ইলিয়াছ আহমেদ (১৯)।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ছুরি, চাপাতি ও জিহাদি বই উদ্ধার করা হয়।
ইফতেখারুল মাবুদ বলেন: ২০১৬ সালের ১৩ মার্চ ইয়াছিনসহ জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করে র্যাব-১০। গতরাতে গ্রেফতার হওয়া গ্রুপটির নেতা ছিলো ইয়াছিন। ইয়াছিনের অবর্তমানে দলের দায়িত্ব নেয় সোয়েব ওরফে সোয়াইব। এই গ্রুপে ১৫-২০ জন সক্রিয় সদস্য রয়েছে। তারা গত দুই বছর ধরে সংঘবদ্ধ হচ্ছে।
র্যাবের অভিযানে তিনজনকে আটক করা গেলেও আরো ৭-৯ জন পালিয়ে গেছে।
আটক হওয়া তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ আরো বিস্তারিত জানা যাবে বলে জানান র্যাব-২ অধিনায়ক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন