ঢাকায় পুলিশের ওপর হামলার দাবি আইএস’র

রাজধানীর গুলিস্তানে পুলিশের তিন সদস্যের ওপর বোমা বিস্ফোরণকারী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের (আইএস) সদস্য বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স।

গুলিস্তানে পুলিশের ওপর বোমা নিক্ষেপের ঘটনা পাঁচ ঘণ্টা পর এক টুইট বার্তায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানায়। একই বার্তা প্রচার করা হয় তাদের ওয়েবসাইটে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বিশ্বের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেট​ভিত্তিক তৎ​পরতা পর্যবেক্ষণ করে। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, ‘গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনার দায় স্বীকার করছে আইএস। বাংলাদেশে গত দুই বছরে মধ্যে এটি প্রথম হামলা।’

তবে বাংলাদেশ পুলিশ বরাবরই দাবি করছে, বাংলাদেশ আইএসের কোনো সরাসরি কার্যক্রম নেই। নব্য জেএমবি নামে একটি জঙ্গি সংগঠন রয়েছে যার কিছু কিছু সদস্য আইএসের মতাদর্শী।

এর আগে, সোমবার পৌনে ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে বোমা বিস্ফোরণে দুজন ট্রাফিক ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)।