ঢাকায় সম্মেলনে মালয়েশীয় শিক্ষকের ল্যাপটপ চুরি
ডেইলি স্টার সেন্টারে প্রথম মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় সম্মেলনে অংশ নিতে এসেছিলেন দেশটির শিক্ষক কাশেম বিন আবদুল জলিল। সেখানেই ঘটে যায় অঘটন।
প্রজেক্টরের আড়াল থেকে তার ল্যাপটপটি চুরি হয়ে যায়। যার কারণে সিসিটিভি থাকার পরও কে ল্যাপটপটি সরালো তা ক্যামেরায় ধরা পড়েনি।
রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই ঘটনার পর হতাশ শিক্ষক তার অভিযোগ নিয়ে রাত পৌনে ৮টার দিকে তেজগাঁও থানায় যান। পুলিশ তাকে মামলা করার কথা বললেও তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই আবদুস সালাম বলেন, ‘মালয়েশীয় ওই শিক্ষক ল্যাপটপ হারানোর ঘটনায় জিডি করেছেন। আমরা সেটি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন