ঢাকা অফিসার্স ক্লাবের ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা
খাবারের মান না থাকা ও রঙ মিশানের অভিযোগে ঢাকা অফিসার্স ক্লাবের ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে ক্যান্টিনে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এতে (উপসচিব) নেতৃত্ব দেন।
ঢাকা অফিসার্স ক্লাবের ক্যান্টিনে অভিযান শেষে তিনি বলেন, ক্যান্টিনে খাবারের যে মান থাকার কথা ছিল, সেটা সংরক্ষণ করা হয়নি। আর খাবারের উপর পেপার দিয়ে ঢাকা ছিল, ফলে খাবারে পেপারের রঙ ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, এখানে খাবারে মিশানো নিষিদ্ধ রঙ পাওয়া গেছে। এছাড়া কিছু তেল ভালো পেয়েছি আবার কিছু তেল ঘন খারাপ পেয়েছি। তাছাড়া খাবার রান্না রাখার পরিবেশ সবমিলিয়ে ভালো ছিল না।
তিনি বলেন, আমাদের কাছে অফিসার্স ক্লাবের মতো জায়গায় ক্যান্টিনের পরিবেশ মানসম্মত মনে হয়নি।
এদিকে অফিসার্স ক্লাবের খাবারের অর্ডার দিতে আসা বাংলাদেশ আটো বিস্কুট এন্ড ব্রেড এর সভাপতি মো. শফিকুর রহমান ভূঁইয়া পরিবর্তন ডটকমকে বলেন, আমরা আজকে চাঁদপুর জেলা সমিতির ৮ শত মানুষের খাবারের অর্ডার করেছিলাম। কিন্তু এখানে অভিযানে যে দৃশ্য দেখলাম, তা অত্যন্ত দুঃখজনক। কারণ অফিসার্স ক্লাবের মতো জায়গায় এমন পরিবেশ কোনভাবেই কাম্য নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন